ঢাকা | বঙ্গাব্দ ePaper

মতবিনিময় সভায় “গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী”- জেলা প্রশাসক

গণতন্ত্রকে সুসংহত করতে কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন; আর সেসবের অন্যতম হলো গণমাধ্যম। আগে যেমন গণমাধ্যম দায়িত্ব পালন করত, এখন তার ভূমিকা আরও শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠেছে।
  • আপলোড তারিখঃ 01-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5104 জন
মতবিনিময় সভায় “গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী”- জেলা প্রশাসক ছবির ক্যাপশন: গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান

ময়মনসিংহ, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সোমবার ( ডিসেম্বর, ২০২৫ ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান।

তিনি আরো বলেন আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই; বরং সহযোগী শক্তি হিসেবে আপনাদের পাশে পেতে চাই। পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় কখনোই আপস করা চলবে না। বিভিন্ন ধর্ম, মতাদর্শ বা রাজনৈতিক চিন্তা থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার পেশাদার মানদণ্ডে সবার অবস্থান হতে হবে অবিচল।

তিনি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন; আর সেসবের অন্যতম হলো গণমাধ্যম। আগে যেমন গণমাধ্যম দায়িত্ব পালন করত, এখন তার ভূমিকা আরও শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠেছে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসনের  কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে ময়মনসিংহ জেলার অনিয়ম, নাগরিক ভোগান্তি নিরাপত্তার বিভিন্ন তথ্য সর্ম্পকিত মতামত উপস্থাপন করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24newsbd

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ময়মনসিংহের নগর উন্নয়ন-প্রত্যাশা নিয়ে নবাগত জেলা প্রশাসককে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা