ঢাকা | বঙ্গাব্দ ePaper

ময়মনসিংহের নগর উন্নয়ন-প্রত্যাশা নিয়ে নবাগত জেলা প্রশাসককে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা

নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে নাগরিকেরা বলেন,ময়মনসিংহ বিভাগীয় শহর হলেও পরিকল্পিত নগরায়ন, পরিবেশ-নিরাপত্তা ও সেবা ব্যবস্থার ঘাটতি দীর্ঘদিন ধরে নাগরিক ভোগান্তির কারণ হয়ে আছে। তাই উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকরী উদ্যোগ প্রয়োজন।
  • আপলোড তারিখঃ 25-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7343 জন
ময়মনসিংহের নগর উন্নয়ন-প্রত্যাশা নিয়ে নবাগত জেলা প্রশাসককে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন: ময়মনসিংহ নগর ও জেলার সামগ্রিক উন্নয়ন, নাগরিক সেবা, পরিবেশ সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় ২০ দফা নাগরিক প্রত্যাশা ও সুপারিশ নবাগত জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

গতকাল (২৫ নম্ভেবর) সোমবার, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় পর্বে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করেন নাগরিক প্রতিনিধি দল।

নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে নাগরিকেরা বলেন,ময়মনসিংহ বিভাগীয় শহর হলেও পরিকল্পিত নগরায়ন, পরিবেশ-নিরাপত্তা সেবা ব্যবস্থার ঘাটতি দীর্ঘদিন ধরে নাগরিক ভোগান্তির কারণ হয়ে আছে। তাই উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনের দ্রুত কার্যকরী উদ্যোগ প্রয়োজন।

সভায় নাগরিকদের পক্ষ থেকে যে ২০টি জরুরি প্রত্যাশা জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ময়মনসিংহ মহানগর জেলা সদরের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতকরণে -

ময়মনসিংহ শহরের যানজট নিরসনে দ্রুত বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ; অবৈধ বালু উত্তোলন বন্ধ কাঁচা সড়কে বালুবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ; ফুটপাত দখলমুক্ত করা; পরিবেশদূষণকারী অবৈধ ইটভাটা ব্যাটারি পোড়ানো কারখানা উচ্ছেদ; নগরীর খাস অর্পিত সম্পত্তি উদ্ধার সুষ্ঠু ব্যবস্থাপনা; ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ শেল্টার স্থাপন; অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ; নিয়মিত গণশুনানি আয়োজন; সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন; ঘনবসতিতে গণশৌচাগার নির্মাণ; ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন; সরকারি নার্সারি সবুজায়ন বৃদ্ধি; উদ্ধারকৃত সরকারিভূমিতে শিশুপার্ক বা বৃদ্ধাশ্রম নির্মাণ; সিএস নকশা অনুসারে পুকুর-জলাশয় পুনরুদ্ধার; ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পার্কিংুশৌচাগার স্থাপন ইত্যাদি।

নাগরিকদের দাবি,ময়মনসিংহকে বাসযোগ্য, সবুজ নিরাপদ আধুনিক নগরীতে রূপান্তরিত করতে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন জরুরি।

জেলা প্রশাসক নাগরিকদের মতামত মনোযোগ দিয়ে শুনে বলেন, ময়মনসিংহের উন্নয়নে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থ সংশ্লিষ্ট যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

নাগরিক প্রতিনিধি হিসেবে সময় উপস্থিত ছিলেন;গবেষক পরামর্শক মজিবুর রহমান শেখ মিন্টু, সাংবাদিক ইয়াহিয়া আরিফ, মানবাধিকার কর্মী এডভোকেট লিটন দাস, উন্নয়নকর্মী আব্দুল কাদের চৌধুরী মুন্না, সাংবাদিক বিনয় বিপিন রাজভর, ইনোভেটর বিপ্লব নিভ, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, সাংবাদিক মমতা বেগম পপি, মানবাধিকার কর্মী কানিজ, রাত্রি, ব্যবসায়ী প্রতিনিধি আবুল বাশার বাচ্চু প্রমুখ।

নাগরিকেরা আশাবাদ ব্যক্ত করেন-নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ একটি আরও সুন্দর, নিরাপদ, পরিচ্ছন্ন আদর্শ  নগরীতে পরিণত হবে



নিউজটি পোস্ট করেছেনঃ my24newsbd

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ময়মনসিংহের নগর উন্নয়ন-প্রত্যাশা নিয়ে নবাগত জেলা প্রশাসককে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা