ঢাকা | বঙ্গাব্দ ePaper

সার বিক্রেতাদের সনদ স্থগিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ 30-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3403 জন
সার বিক্রেতাদের সনদ স্থগিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি পেশ ছবির ক্যাপশন: সার নীতিমালা-২০২৫ নিয়ে উদ্বেগ,ময়মনসিংহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

সার নীতিমালা-২০২৫ নিয়ে উদ্বেগ,ময়মনসিংহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন। সনদ স্থগিতের সিদ্ধান্তে ৪৪ হাজার বিক্রেতার জীবিকা হুমকিতে-নীতিমালা সংশোধনের দাবি।

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার সকল উপজেলা থেকে প্রায় শতাধিক খুচরা সার বিক্রেতা অংশ নেন। বক্তারা বলেন, সরকার ঘোষিতসমন্বিত সার ডিলার নিয়োগ সার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫- সার বিক্রেতাদের সনদ স্থগিতের ধারায় সার বিতরণ ব্যবস্থায় মারাত্মক সংকট তৈরি হবে। সিদ্ধান্তে দেশজুড়ে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা অনিশ্চিত জীবনে পড়ে গেছেন।

নেতৃবৃন্দ জানান, ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক ঋণ নিয়ে মাঠপর্যায়ের কৃষকদের সার সরবরাহ করে আসছেন খুচরা বিক্রেতারা। হঠাৎ করে সনদ বাতিল নতুন নীতিমালার জটিল শর্তের কারণে বহু পরিবার আজ জীবিকার অনিশ্চয়তা অর্থনৈতিক চাপে পড়েছে।

আন্দোলনকারীরা দাবি জানান- খুচরা সার বিক্রেতাদের অবস্থান বহাল রেখে নতুন নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে, আইডি কার্ডধারী বিক্রেতাদের সার বিতরণের সুযোগ নিশ্চিত করতে হবে, টি. লাইসেন্স কার্যকর রেখে স্বচ্ছতা নিয়মের মধ্যে বিক্রি চালু রাখতে হবে, এবং  নীতিমালা ২০২৫- খুচরা বিক্রেতাদের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মানববন্ধন শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি জমা দেন। তারা সতর্ক করে বলেন- দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন, কর্মবিরতি সার সরবরাহ বন্ধসহ আরও দৃঢ় কর্মসূচি ঘোষণা করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24newsbd

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ময়মনসিংহের নগর উন্নয়ন-প্রত্যাশা নিয়ে নবাগত জেলা প্রশাসককে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা