ঢাকা | বঙ্গাব্দ ePaper

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে দোয়া

বাদ জুমা পৌর শহরের ছদরুদ্দিন (রহ.) দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 29-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3658 জন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে দোয়া ছবির ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা পৌর শহরের ছদরুদ্দিন (রহ.) দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন, মেহেদী হাসান রতন, সদস্য মোখলেছুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন, ছাত্রদল গৌরীপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি দলের নেতাকর্মীরা।  মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাকিম।


নিউজটি পোস্ট করেছেনঃ my24newsbd

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ময়মনসিংহের নগর উন্নয়ন-প্রত্যাশা নিয়ে নবাগত জেলা প্রশাসককে নাগরিকদের ফুলেল শুভেচ্ছা